ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা বিবাহের একপক্ষ’র পর

ইসলামী শরা—শরিয়ত মোতাবেক পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্যে্য রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহের একপক্ষের পর স্বামী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে যৌতুক মামলা করেছেন দ্বিতীয় স্ত্রী সুরাইয়া সুলতানা।


পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে স্ত্রী সুরাইয়া সুলতানা কর্তৃক দায়েরকৃত যৌতুক মামলায় (মামলা নং—সিআর নং ৭৪৯/২০২১) তিনি উল্লেখ করেছেন, আসামী মনিরুজ্জামান মনিরের সাথে আলাপ পরিচয়ের এক পর্যায় মনির বিবাহের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে সুরাইয়া সুলতানা রাজি হলে ০৩.০৭.২০২১ইং তারিখ ইসলামী শরা—শরিয়ত মোতাবেক পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধাের্য্য রেজিস্ট্রি কাবিন মূলে মনিরুজ্জামান মনির সুরাইয়া সুলতানাকে বিবাহ করে এবং তাদের দাম্পত্য জীবন শুরু হয়।


বিবাহের প্রথমদিন থেকেই যৌতুকের দাবীতে মনির ও মঞ্জিলা বেগম (মনিরের মা) সুরাইয়া সুলতানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। মনির

বিল্ডিং ঘর তোলার জন্য সুরাইয়াকে তার পিতার প্রাপ্য অংশের জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। দাবীকৃত পাঁচ লক্ষ টাকা যৌতুক দিতে

অস্বীকার করায় সুরাইয়াকে বিভিন্নভাবে নির্যাতন করে অর্ধাহারে –অনাহারে রাখে।


ঘটনার একদিন পূর্বে মঞ্জিলা বেগমের কুপ্ররোচনায় প্ররোচিত হয়ে স্বামী মনির দাবীকৃত যৌতুকের টাকার জন্য পিতার বাড়িতে পাঠায়। সুরাইয়া বাবার বাড়িতে গিয়ে ভাইদের সহ আত্মীয় স্বজনদের ঘটনা অবহিত করে। তারা বিষয়টি আপস মিমাংসার জন্য মনির গংদের সাথে যোগাযোগ করায় ঘটনারদিন ১২ জুলাই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃধা বাড়ি সড়কস্থ সুরাইয়ার ভাই মো. আল আমিনের বসত ঘরের বারান্দায়

আলোচনায় বসে। আলোচনার এক পর্যায় স্বামী মনির ও শ^াশুরি মঞ্জিলা বেগম বিল্ডিং ঘর তোলার জন্য সুরাইয়া ও সুরাইয়ার ভাই আল ইমরানের কাছে ফের পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবী করে। এ টাকা দিতে অস্বীকার করায় মনির গং উত্তেজিত হয়ে সুরাইয়াকে ও সুরাইয়ার ভাইকে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং যৌতুক টাকা নাদিলে সুরাইয়াকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করার হুমকি দিয়ে মনিরগং চলে যায়। 


পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস মিমাংসারয় যৌতুক সমস্যা সমাধানের চেষ্টা ব্যর্থ হয়ে চলমান করোনা পরিস্থিতির কারনে বিজ্ঞ আদালত বন্ধ থাকায় বিলম্বে ১৯ জুলাই উক্ত আদালতে মামলা করা হয়েছে বলে বাদী সুরাইয়া সুলতানা উক্তসব ঘটনা জানান। সুরাইয়া সুলতানা যৌতুক লোভী

স্বামী মনিরের ন্যায্য বিচার দাবী করেন। এ মামলাটি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।


এ ব্যাপারে মনিরুজ্জামান মনিরের সাথে একাধিকবার যোগাযোগ করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্রকাশ মনিরুজ্জামান মনির পটুয়াখালী জেলা পরিষদের একজন নিম্নমান করনিক ও কম্পিউটার সহকারী বলে স্থানীয়রা জানান।

ads

Our Facebook Page